top of page
Home
About
Reviews
Facebook Group

Taabu Nibashi

Facebook%2BIcon_edited.jpg

ভ্রমণ পিপাসু এবং ক্যাম্পিং ট্যুর প্রেমিদের নিয়ে আমাদের এই গ্রুপ। একসাথে ঘুরতে ঘুরতেই এই গ্রুপ আস্তে আস্তে বড় হচ্ছে, পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে। আর সে কারণেই এই বন্ধন অটুট রাখতে গ্রুপেও কিছু নিয়ম কানুন থাকা উচিৎ।

১- গ্রুপে বানিজ্যিক বা অন্য কোন বিষয় সম্পর্কিত পোষ্ট করা যাবেনা।
২- তাঁবু নিবাসী ব্যাতিত অন্য কোন গ্রুপ কিংবা কোম্পানীর পেজ, ইভেন্ট, অফার বা বাণিজ্যিক কোন কার্যক্রম গ্রুপে শেয়ার করা যাবে না।
৩- ধর্ম, বর্ণ, জাতী, কোন মানুষ কিংবা অন্য কোন প্রতিষ্ঠানকে আঘাত করে, এমন কিছু গ্রুপে লিখা বা শেয়ার করা যাবেনা।
৪- ছবি আপলোড করার সাথে সেই ছবি কোথা থেকে তোলা হয়েছে, কিভাবে সেখানে যেতে হয় সেটার সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
৫- কারো জন্মদিন, মৃত্যুবার্ষিকী নিয়ে গ্রুপে কোন পোষ্ট করবেন না। এমনকি এই গ্রুপের এডমিনদের জন্মদিন বা তাদের কোন ব্যক্তিগত বিষয় নিয়েও এই গ্রুপে পোষ্ট করা যাবে না।
তবে ট্রাভেলিং সেক্টরের পথিকৃৎ ব্যক্তিদের ক্ষেত্রে হলে সেই বিষয়ে পোষ্ট করা যাবে।
৬- ভ্রমণ সংক্রান্ত যে কোন বিষয়ে জানার জন্য গ্রুপে পোষ্ট করুন, কিংবা ইনফরমেশন শেয়ার করুন গ্রুপে যেনো অন্যরাও জানতে পারে।
৭- কোন এরিয়া সম্পর্কে আপনার জানা শোনা ভাল থাকলে আপনি সেখানকার সব রকম তথ্য নিয়ে গ্রুপে ডক ফাইল তৈরি করতে পারেন, যেন আপনার দেয়া তথ্য নিয়ে যে কেও সহজে কোথাও যেতে পারে।
৮- নিজেদের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত পোষ্ট করতে পারবেন। ভ্রমণে গিয়ে কি ভাল লেগেছিলো, কি বিপদে পড়েছিলেন কিংবা কোন কোন কাজগুলো বিপদজনক হতে পারে, এই সম্পর্কিত ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন গ্রুপে। এতে অন্যরা ভ্রমণে উৎসাহী হয়, সেই সাথে আগে থেকে সাবধান থাকতে পারে।

★ এই গ্রুপ থেকে আমরা ক্যাম্পিং ভ্রমণে বের হই দেশের বিভিন্ন প্রান্তে। সেখানে আপনিও আমাদের ভ্রমণের অংশ হতে পারেন। প্রতিটি ভ্রমণের জন্যেই ইভেন্ট তৈরি করা হয় গ্রুপ থেকে। ইভেন্টে সব নিয়ম কানুন লেখা থাকে। সেগুলো মেনে নিয়ে আপনিও যেতে পারেন আমাদের সাথে।