top of page
Home
About
Reviews
Facebook Group

Khuji Bangladesh Travellers (KBT)

Facebook%2BIcon_edited.jpg

"খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স" গ্রুপটি অফিসিয়াল এবং আনঅফিশিয়াল দুই ধরনের ভ্রমণকার্য সম্পাদন করে থাকে।অফিসিয়াল ট্যুর গ্রুপের ইভেন্ট সাইটে পাবেন এবং আনঅফিশিয়াল ট্যুরের কোনো ইভেন্ট গ্রুপে পোষ্ট করা হয় না।আনঅফিশিয়াল ট্যুরগুলো সাধারণত যারা ভ্রমণ সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে আমাদের অফিসিয়াল ট্যুর থেকে বাছাই করে নেওয়া হয়।

#শ্লোগানঃ- #নেশা_হোক_ভ্রমণে_প্রেমটা_হোক_প্রকৃতির_সাথে।

#লক্ষ্যঃ-
"খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স" গ্রুপ এর লক্ষ্য হচ্ছে প্রতিটি ট্রাভেলার্স এর উন্নত সেবা প্রদান করা,সর্বোচ্চ সুবিধা সহকারে সকলের নিরাপত্তা নিশ্চিত করা,ভ্রমণ গাইড হয়ে প্রত্যেকটি ট্রাভেলার্সের নিষ্ঠা অর্জনের মধ্যদিয়ে "খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স" গ্রুপটিকে একটি বিশ্বস্ত গ্রুপে উন্নীতকরণের মধ্য দিয়ে সবচাইতে বড় ট্রাভেলগ্রুপে নিজেদের প্রতিষ্ঠিত করা।

#উদ্দেশ্যঃ-
"খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স" গ্রুপের উদ্দেশ্য হলো সমগ্র 'বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য' ভ্রমণ প্রিয় মানুষদের খুঁজে দেখানো, যা পরিবেশের কোন প্রকার ক্ষতিসাধন না করার মাধ্যমে পরিচালিত হবে।

#আপনি_কেনো_খুঁজি_বাংলাদেশ_ট্রাভেলার্স_এর_সাথে_ট্যুরে_যাবেনঃ-
★সর্বপ্রথম আমরা আপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করি।
★ আমরা সবচাইতে ভালো কটেজ,খাবার,এবং যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে থাকি।
★আমাদের ট্যুরের ইভেন্টগুলো একটু বেশিই এক্সট্রিম হয়ে থাকে, বিশেষ করে রাঙ্গামাটি,খাগড়াছড়ি,বান্দরবানের ট্যুর।তাই প্রত্যেকটি ট্যুরে আপনাদের সঠিকভাবে বাছাই করে টিম গঠন করা হয়।মনে রাখবেন, সব ট্যুর সবার দ্বারা সম্ভব নয়।
★ আমরা প্রত্যেকটি ট্যুরেই আপনাদের জন্য ভালোমানের গ্রুপ টি-শার্ট,টুথব্রাশ ও টুথপেষ্ট,কটনবার্ডস,শেম্পু,সাবান,মেডিকেল কিট,ওডোমাস,মুভ স্প্রে,রেফেল ড্র,ব্লুটুথ স্পিকার ও মাল্টিপ্লাগ(ব্যবহারের জন্য),ইত্যাদি গ্রুপ থেকে দিয়ে থাকি।দক্ষ গাইড নিয়োজিত করে থাকি।এতে করে আমাদের ট্যুরের খরচ সামান্য বেশিই হয়।যেখানেই যাই একটু ভালো ভাবে থাকার চেষ্টা করি আমরা।
★"খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স"একটি বিশ্বস্ত গ্রুপ।আমাদের সাথে যারা ইতিমধ্যে ট্যুরে অংশগ্রহণ করেছেন,আপনারাই হচ্ছেন আমাদের সবচাইতে বড় ব্যানার,বিজ্ঞাপন ও শ্রেষ্ট প্রচারক।আপনাদের হাত ধরেই এই গ্রুপটির এতদুর পর্যন্ত পথচলা।আমরা সবসময় আপনাদের সাথে নিয়ে হাঁটতে চাই বহুপথ,খুঁজতে চাই সমগ্র বাংলাদেশ।

#পরিশেষেঃ-
আপনারা আমাদের সাথে ট্যুরে জয়েন করাই আমাদের সার্থকতা নয়,আমরা আপনাদের কেমন সেবা দিতে পেরেছি,তার উপর নির্ভর করবে আমাদের কৃতকর্মের ফল।আপনার একটি ভালো রিভিউ পারে আমাদের অনেক দুর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে।তাই সর্বোচ্চ ভালো সার্ভিসের উপর আমাদের প্রধান লক্ষ্য।আজ আপনি আমাদের থেকে ভালো সেবা পেলেই আপনি অন্যজনকে "খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স"সম্পর্কে ভালো ধারনা দিবেন। আমরা এইভাবেই কথা এবং কাজে মিল রাখতে চাই। পরিশেষে একটি কথাই বলতে চাই, যেখানেই ভ্রমণ করবেন, পরিবেশ রক্ষা করবেন।