
Jochhnatori

"""জোছনাবিলাস"" শব্দটা শুনলে মনে একটু হলেও নাড়া পড়ে না এমন মানুষ খুব কমই আছে!
হুমায়ূন আহমেদের অন্ধ ভক্ত হওয়ার কারণে জলে-স্থলে-বনে-বিলে-হাওড়ে জোছনাবিলাসের স্বাদ নিয়েছি। আর এই স্বাদ নিতে গেলেই হাতে পেয়েছি অনেক অনেক শুভাকাঙ্ক্ষীর অনেক অনেক ক্ষুদে বার্তা। যেখানে লিখা থাকত বন্ধুমহলকে সাথে নিয়ে যাবার আকুতি। সাথে অনেক অনেক মন খারাপের ইমো... আর একারনেই সিদ্ধান্ত নিলাম সকলকে নিয়েই যাই জোছনাবিলাস করতে...
একটু আকটু ছবি তোলার বদৌলতে বিশাল এক ফ্রেন্ডলিস্ট পেয়েছি... যে কারণে সকলকে আলাদা আলাদা ম্যাসেজ দিয়ে জানানো আসলে সম্ভব নয়।
তাই এই #Jochhnatori-জোছনাতরী পেইজ ওপেন করা।
আশা রাখি প্রতি মাসের জোছনাতে এখান থেকে একটা ট্যুর অ্যারেঞ্জ করব।। আর সাথে পাব আপনাদের।।
আপনাদের ভালবাসাতেই যেহেতু আমার এই পথচলার শুরুটা সেজন্য আশা রাখি ভবিষ্যতেও সাথে পাব আপনাদের, পাশে পাব আপনাদের..."